দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও হতে পাড়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার আন্দামানের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা বৃহস্পতিবার উত্তর-পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।
এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনাতেও বাড়তে পারে বৃষ্টি। অন্যদিকে শনিবার কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ইত্যাদি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস।