লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে মহুয়া মৈত্র বিতর্কের পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিগত কয়েকদিন ধরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এরই মাঝে ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে অভিষেক বড় চাল দিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটা নাকি তৃণমূলের বড় মাস্টারস্ট্রোক হতে চলেছে। অভিষেক ঘোষণা করেন, ‘২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৭০ হাজার বৃদ্ধ মহিলাকে আর্থিক সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, বিগত কয়েকদিনে অনেকেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির কাছে দাবি করেন যে, বৃদ্ধা ভাতা ঠিকঠাক দেওয়া হচ্ছেনা। জানা যাচ্ছে, সেই সংখ্যাটা নাকি প্রায় ৭০ হাজার।