রেলের নতুন রেস্তোরাঁ খুলল বক্সার জঙ্গলে

বক্সার জঙ্গলের মাঝে রয়েছে ছোট্ট একটি রেল স্টেশন। আর সেই স্টেশনের সামনেই চালু করলো ‘কোচ রেস্টুরেন্ট’। অনেক পর্যটকরা যাত্রা শুরুর প্রথম দিন থেকেই সেখানে ভিড় জমালেন।আলিপুরদুয়ারে ডিআরএম অমরজিত্ গৌতম বলেন, “উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র আলিপুরদুয়ার। ফলে এই জেলায় আরও উন্নতি হোক, সেটাই আমদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই এই কোচ রেস্টুরেন্ট চালু করা হল।”

এছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামীদিনে নিউ কোচবিহার রেল স্টেশনেও এমন রেস্টুরেন্ট চালুর পরিকল্পনা রয়েছে।একইসঙ্গে তাঁরা এও জানিয়েছেন যে, পর্যটকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নানা ধরনের খাবার পাবেন এই রেস্টুরেন্ট থেকে।স্থানীয় সূত্রে খবর, এ দিন যে জায়গায় রেলের কোচ রেস্টুরেন্টটি চালু হয়, তার পাশে শেষ রাতেও হাতি ঘুরে গিয়েছে বলে জানিয়েছেন।

পাশাপাশি পর্যটকেরা রেস্টুরেন্টে বসে রাজাভাতখাওয়া স্টেশনের উপর দিয়ে ট্রেন যাতায়াতও দেখতে পারবেন। বেহালার এক বাসিন্দা রেস্টুরেন্টে খেতে এসে জানান ট্রেনের কামার ভেতরে এমন এক রেস্টুরেন্ট দেখে খুব ভাল লেগেছে। আসা করি আমাদের মতোই আরও অনেক পর্যটক এখানে আসবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *