মঙ্গলবার স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন, কোনওভাবেই বেরিয়াম নাইট্রেট যুক্ত বাজি ফাটানো যাবে না। সাথে গোটা দেশেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এছাড়াও একসারিতে বাঁধা কালীপটকা জাতীয় বাজিও নিষিদ্ধ করে দিয়েছেন।
আদালত থেকে এও জানানো হয়েছে যে, রাজ্যে দূষণ রোখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নিতে হবে সঙ্গে এ বিষয়ে সচেতন হতে হবে সাধারণ নাগরিকদেরও। একইভাবে রাজ্য সরকারগুলিকেও কড়া অবস্থান নিতে হবে।
শুধুমাত্র যেসব রাজ্যে অনুমতি দেওয়া হয়েছে, একমাত্র সেখানে ফাটানো যাবে পরিবেশ বান্ধব বাজি। অন্যদিকে বাজি প্রস্তুতকারকদের সংগঠন ‘তানফামা’ নতুন ফর্মুলায় আদালতের কাছে বেরিয়াম ব্যবহারের অনুমতি আদায়ের চেষ্টা করলেও শীর্ষ আদালত কোনওভাবেই তা গ্রাহ্য করেনি।