প্রত্যেক বছরের মত এই বছরও ছট পূজাকে কেন্দ্র করে তোর্সা নদীর উত্তর এবং দক্ষিণ পাড় সাঁকোর কাজ শুরু করলো কোচবিহার পৌরসভা।কোচবিহার শহরের কোন দিধিতে ছট পূজোর আয়োজন করা যাবেনা এমনটাই নির্দেশ রয়েছে বলে জানা গিয়েছে।ছট পূজায় ভক্তরা যেন নির্বিঘ্নে ভক্তরা পুজো দিতে পারেন সেই লক্ষ্যেই সেই কারণেই কোচবিহার তোর্সা নদীতে সাঁকো নির্মাণ কাজ শুরু করেছে পৌরসভা। মঙ্গলবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে করলেন সাঁকো নির্মাণের কাজ পর্যবেক্ষণ করলেন।সাঁকোর গুণগত মান যেনো ঠিক থাকে এই নিয়েও এদিন নির্দেশ দেন রবীন্দ্রনাথ বাবু।
ভক্তদের পুজো দিতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেইদিকে বিশেষ ভাবে নজর রাখছে পৌরসভা। আধুনিক ভাবে এই সাঁকো নির্মাণ করা হচ্ছে বলেই জানান পৌরসভার চেয়ারম্যান।