কোচবিহারে প্রায় দিনই দলবদ্ধ ভাবে হাতির পাল বাইরে বেরোনোর ঘটনা নিয়মিত ঘটেই চলছে কখনও একটা তো কখনও দলবদ্ধ ভাবে।তবে শুধু বনাঞ্চল নয়, শোনা গেছে একদিন পথ পাড়ি দিয়ে কোচবিহারে বাংলাদেশ সীমান্তের কাছেও পৌঁছে গিয়েছিল ছয়টি হাতির একটি দল। তার মধ্যে থেকে একটি দলছুট হয়ে পড়লে পরে তাঁকে ঘুমের গুলি করে বক্সার জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
ডুয়ার্সের যে সব জঙ্গলে হাতি রয়েছে তা লোকালয়ে বেরোনো এখন প্রায় নিত্য দিনের ঘটনা। প্রতিদিন হাতির হামলায় ধান খেতের ক্ষতি হচ্ছে সর্বত্র রোজ কোনও না কোনও এলাকায় মৃত্যুর ঘটনাও ঘটেই চলেছে। পরিবেশপ্রেমী সংস্থা থেকে জানানো হয়েছে যে, তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়েই চলছে সঙ্গে জঙ্গলও দিনে দিনে ছোট হয়ে আসছে সেই তুলনায় খাবারের পরিমাণ কমে যাচ্ছে।
আর সেই কারনেই খাবারের খোঁজে বাইরে বেরিয়ে পড়ছে বন্যপ্রাণীরা। এছাড়াও এখন ধান পাকতে শুরু করেছে।যা হাতির খাবারের পছন্দের তালিকায় রয়েছে। আর সেই ধান খেতে বেরিয়ে পড়ছে হাতির দল।তবে হাতি বা যে কোনও বন্যপ্রাণী যাতে জঙ্গল ছেড়ে বাইরে না বেরোয় সে জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন।