বামনহাটে ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস পালিত হল। এদিন দুপুরে বামনহাটে পুরুষ ও মহিলা কৃষকদের নিয়ে একটি রেলি অনুষ্ঠিত হয়। সেই রেলিতে ফসল ফলানোর পর অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধ করা হোক এই স্লোগান প্লে কার্ডের মাধ্যমে তুলে ধরে সকলকে সচেতন করা হয়। এই বিষয় নিয়ে ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাশিষ চক্রবর্তী বলেন ধান,গম ভুট্টা ফসল ফলানোর পর নাড়া পোড়ানো বন্ধ করা প্রয়োজন। কেননা এতে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং আমাদের পরিবেশে জৈব জীবাণুগুলি ধ্বংস হয়ে যায়। এছাড়াও বাতাসে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, মনোক্সাইড গ্যাসের বৃদ্ধি পায় তে ওজন স্তরের ক্ষতি হয় ফলে সূর্যের থেকে ক্ষতিকর রশ্মি আসে। পাশাপাশি মাটিতে থাকা জৈব জীবাণু, কেঁচো এইসব মারা যায়। তাই নাড়া না পুড়িয়ে বেশি বেশি করে বিনা কর্ষণে চাষ করুন ও অধিক আয় লাভ করুন এই বার্তা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাশিষ চক্রবর্তী।