১ নভেম্বর বুধবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকারও বেশি বাড়িয়ে দিল কেন্দ্র। অবশ্য কেন্দ্র জানিয়েছে, তেল সংস্থাগুলির তরফে দাম বৃদ্ধির কারণেই দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজির এই এলপিজি বাণিজ্যিক গ্যাস সম্ভবত ব্যবহার করা হয় ছোট-বড় রেস্তরাঁ থেকে শুরু করে এলপিজি চালিত গাড়িতেও।
ফলে দেশের সমস্ত শহরেই বুধবার থেকে প্রায় নতুন দামে বিক্রি হবে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার। মুম্বইয়ে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হবে ১৭৮৫ টাকায়, কলকাতায় ১৯৪৩ টাকায়, দিল্লিতে পাওয়া যাবে ১৮৩৩ টাকায় একটি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার। এছাড়াও চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকা ও বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ টাকায় পাওয়া যাবে বাণিজ্যিক গ্যাস।