চন্দ্রযান তিন অভিযানে সফল হয়েছে ভারত।গর্বিত গোটা দেশ।চন্দ্রযান তিন অভিযানে প্রত্যক্ষভাবে কাজ করেছেন কোচবিহারের পিনাকী রঞ্জন সরকার। সেই চন্দ্রযান ৩ এর সফল অভিযানে অংশীদার তিনিও। . কোচবিহারের মতো প্রান্তিক জেলা থেকে উঠে দেশের এই বৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্রে গবেষণা করছেন পিনাকী রঞ্জন সরকার। আজ চন্দ্রযান ৩ এর সাফল্যের অন্যতম অংশীদার পিনাকী রঞ্জন সরকারকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয় কোচবিহার সাহিত্য সভার কক্ষে।এই অনুষ্ঠানটির আয়োজক এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান কোচবিহারের গর্ব পিনাকি ওনাকে সম্বর্ধনা দিতে পেরে খুব ভাল লাগছে,আগামিদিনে পিনাকিবাবুর আরও সফলতা কামনা করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, উত্তরবঙ্গ ও জেনকিন্স স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা।