বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার ডিএ বাড়ালো তামিলনাড়ু ও ওড়িশা সরকার।
তামিলনাড়ুর সরকার তরফে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। এতদিন ৪২ শতাংশ হারে ডিএ পেতেন তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মচারী। আর এবার তা বেড়ে হল ৪৬ শতাংশ। শুধুমাত্র সরকারি কর্মীদের কথা ভেবে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।
ওদিকে তামিলনাড়ুর পাশাপাশি ওড়িশা সরকারও মহার্ঘ ভাতা বাড়িয়েছে। ওড়িশা সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আগে ৪২ শতাংশ থেকে পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হল ৪৬ শতাংশ। অন্যদিকে পশ্চিবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আদায় করতে তীব্র অন্দোলনের নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।