ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পরের ম্যাচ খেলতে বুধবারই লখনউ পৌঁছে গিয়েছেন। তবে তার আগে দু’দিন ধর্মশালায় কাটিয়েছে তারা। কোচ রাহুল দ্রাবিড়ও সাপোর্ট স্টাফেদের নিয়ে ট্রেক করতে গিয়েছিলেন। এছাড়াও শোনা গিয়েছে, ধর্মশালায় গিয়ে একটি স্থানীয় আশ্রমে গিয়ে ঘুরে আসেন কোহলিও।
এবং দলের তরফ থেকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের জন্যে হোটেলে একটি র্যাম্প শোয়ের আয়োজন করা হয়। দলের প্রত্যেক সদস্যকেই সেখানে অংশ নিতে হয়। বিশ্বকাপে ভারতীয় দল পাঁচটির মধ্যে প্রতিটি ম্যাচই জিতেছেন। সাফল্যের অন্যতম কারণ হিসাবে অনেকেই তুলে ধরেছেন সাজঘরের উৎফুল্ল পরিবেশকে।
ক্রিকেটারেরা একে অপরের সাফল্যে উজ্জীবিত হচ্ছেন। দলের ফুরফুরে মানসিকতার প্রকাশ পাওয়া যাচ্ছে তাঁদের প্রতি ম্যাচেই। বেশ কিছু ক্রিকেটার এই দলকে ‘পরিবার’ হিসাবে উল্লেখ করেছেন। ভারতের পরের ম্যাচ রবিবার। তার আগে দ্রাবিড়েরা গিয়েছিলেন ট্রেকিংয়ে। সেখানে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয়নি। তবে কেএল রাহুল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় নদীতে স্নান করছেন তিনি ও দলের অন্যরা।