এখন থেকেই বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। একদিকে শপিং অন্যদিকে প্যান্ডেল হপিং। শনিবার ও রবিবার এই ছবিই দেখা গেল উত্তর থেকে দক্ষিণ কলকাতায়। দুর্গাপুজো এখনও তিনদিন বাকি। বিভিন্ন প্যান্ডেলে মানুষের লম্বা লাইন সামলাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এখনও বহু মণ্ডপে প্রতিমা আসেনি। তবুও মণ্ডপ দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষজন। আর তার ফলে ট্রাফিকে জ্যাম বাড়ছে ও মারাত্মক ভিড় হচ্ছে মেট্রোতেও।
এই পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুজোর সময় মোট ৮ হাজার পুলিশ কর্মী নামানো হচ্ছে শহরে। তার উপর তিলোত্তমা কলকাতাকে ব্যাপক নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ ও শ্রীভূমি স্পোর্টিং সহ নানা দুর্গাপুজোর মণ্ডপে উপচে পড়ছে ভিড়।
সেখানে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিস্থিতির কথা ভেবে কপালে ভাঁজ পড়ছে পুলিশের। দুর্গাপুজোয় আলোকিত তিলোত্তমার বুকে ঘুরে বেড়ান অনেকেই। রাতভর আড্ডা, খাওয়াদাওয়া এসব চলতেই থাকে। তাই আনন্দের উৎসবে নিরাপত্তা জোরদার করার জন্য ময়দানে নামছে কলকাতা পুলিশ। দুর্গাপুজোর দিনগুলিতে শহরেজুরে চলবে কড়া নজরদারি।