সকালে ৫ টি হাতি লোকালয়ে, এখন পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর না থাকলেও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বন দফতরের কর্মীরা হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। বর্তমান হাতি গুলি সতীশ হাট সংলগ্ন শালমারার ডাবরি ভাঙার পারের একটি মাঠে ধান ক্ষেতে আছে। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা বণিক পাড়া এলাকায় ভোর ৫ টা নাগাদ স্থানীয়রা ৫ টি হাতিকে একসঙ্গে দেখতে পান। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয় এলাকার প্রচুর মানুষ ভীর জমান। মানুষের হইচই শুনে হাতি গুলি, আমবাড়ি এলাকা হয়ে সতীশ হাট সংলগ্ন কোচবিহার ফালাকাটা ৩১ নং জাতীয় সড়কের ধারে শাল মারার ডাবরি তথা ধান ক্ষেত ভর্তি সুবিশাল মাঠে বর্তমানে রয়েছে। খবর পেয়ে মাথাভাঙ্গা রেঞ্জ, কোচবিহার রেঞ্জ, জলদাপারা রেঞ্জের বন দপ্তরের কর্মীরা ছুটে আসেন। ছুটে আসেন কোচবিহার বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ সহ অন্যান্য আধিকারিক গণ । বর্মানে হাতি গুলিকে জলদাপারা জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দুটি দাতাল হাতি সহ মোট পাঁচটি হাতি জলদাপারা বন থেকে ভুল বশত বুড়ি তোর্সা নদী হয়ে লোকালয়ে পৌঁছেছে বলে অনুমান বন দপ্তরের। তবে হাতি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়।