সিকিমে বিপর্যয়ের ৫ দিন পর অবশেষে পর্যটকদের আজ এয়ার লিফট করে উদ্ধার শুরু হল। লাচেন সহ বেশকিছু জায়গায় পর্যটকেরা আটকে ছিলেন। তিস্তার গ্রাসে লাচেন, চুংথাম বিচ্ছিন্ন হয়ে যায়। লাচেনে আটকে পড়েন বহু পর্যটক। সেই পর্যটকদের উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাড়িয়েছিল এই কয়েকদিন। অবশেষে সোমবার উত্তর সিকিমের আবহাওয়া কিছুটা পরিষ্কার হতেই হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে পর্যটকদের।
সোমবার সকালেই সিকিমের পাকিয়ং থেকে লাচেন যায় হেলিকপ্টার। এছাড়াও লাচুং, চুংথামেও হেলিকপ্টারে পরিস্থিতি দেখার পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। লাচেন থেকে এদিন বহু পর্যটককে উদ্ধার করা হয়। লাচেন থেকে সেনা হেলিকপ্টার পর্যটকদের নিয়ে রিংঘিম হেলিপ্যাডে নামে। পাকিয়ং বিমানবন্দরেও পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। পর্যটকদের নামানোর পর হেলিকপ্টারগুলিতে ত্রাণ সামগ্রী উঠিয়ে সেগুলি বিভিন্ন এলাকাতেও পৌঁছানো হচ্ছে।
এদিকে লাচেনে আটকে পড়া পর্যটকদের সেনার তরফে থাকার ব্যবস্থা করা হয়। চিকিৎসার পাশাপাশি পর্যটকেরা যাতে পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারে সেই ব্যবস্থা করেন সেনারা।