ফের কোচবিহারের তুফানগঞ্জের ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ছাটারামপুর বাজার এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে, এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।সকালে খবর চাউর হতেই দোকানের সামনে ভিড় জমে যায় দোকানের সামনে। দোকানের মালিক জানান, নগদ ৫০ হাজার টাকা-সহ লক্ষাধিক টাকার সোনা রুপো নিয়ে গেছে চোরের দল। ঘটনা স্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
রাজ্যের বুকে এখনও ব্যারাকপুরের শ্যুটআউটের ঘটনা জ্বলজ্যান্ত।গত ২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে ভরা বাজারে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা দিতে গেলে সোনার দোকানের মালিককে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। পাশাপাশি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের একটি সোনার দোকানে ঢুকেও মালিককে গুলি করার ঘটনার সাক্ষী রাজ্য।সম্প্রতি ব্যারাকপুরের ঘটনা ঘটেছিল মালদাতেও। এমনকি ডাকাতদের বোমায় নিহত হন সিভিক ভলান্টিয়ার।
চাঁচলের মালতিপুরে ভরসন্ধ্যায় ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন দোকানের মালিক। দোকানে ডাকাতির পরে হয়েছিল বোমাবাজিও। তাতেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছিল বলে খবর। ডাকাতির ঘটনায়, ফের বেআব্রু হয়ে পড়ল স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার চাদর।