মঙ্গলবার দুপুর ২ টা ২৫ মিনিট নাগাদ নেপালে প্রথম ভূমিকম্পটি হয়। কেঁপে ওঠে নেপাল সহ বেশ কিছু জায়গা।রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এবং দ্বিতীয় কম্পন হয় মঙ্গলবার দুপুর ২টো বাজতে ৫১ মিনিটে। রিখটর স্কেলে তার মাত্রা ৬.২। জানা গিয়েছে এর কম্পন অনুভূত হয়েছে দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ডের কিছু কিছু অংশেও।
সূত্র অনুযায়ী ৪০ সেকেন্ড ধরে হয়েছে এই কম্পন। এর উৎপত্তি কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে। সে কারণে ভুমিকম্পের তীব্রতা ছিল অনেকটাই বেশি।