কোচবিহার বিমানবন্দর নিয়ে ল্যান্সডাউন হলে একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কদিয়ান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের একাধিক আধিকারিকরা। মূলত কিছু অসমাপ্ত কাজ কিভাবে অতি দ্রুত সম্পন্ন করা যায় এবং সেই সাথে আরও একটি বিমান চালানোর পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করা যায়, তাই ছিল এই আলোচনা সভার বিষয়বস্তু।এবং এই কাজগুলি করতে যেসব বাধার সম্মুখীন হতে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেন জেলাশাসক পবন কাদিয়ান।তিনি আরো বলেন বিমানবন্দরের চারিদিকে সিসিটিভি গুলো নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে কিছু গাছ নিয়ে।তার মধ্যে কিছু গাছ ইতিমধ্যেই টেকআপ আউট করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও আলোচনা সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বোম ডিটেকটিভ এবং ডিসপোজালের জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।