বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছে।
জানা যাচ্ছে, চূড়ান্ত ফলাফল নির্ণয়ের জন্য জোর কদমে কাজ চলছে। যদিও ওদিকে শীর্ষ আদালতের স্থগিতাদেশের জন্য কিছুটা পিছিয়ে পড়ছে ফলপ্রকাশ। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠলেই দ্রুত ফল প্রকাশ করা হবে।
সম্প্রতি, সুপ্রিম কোর্টের রায়ের দরুন বি এড প্রার্থীরা চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যেতে পারেন এমনটা অনেক ক্ষেত্রে মনে করা হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি।