দিন প্রতিদিন তৈরী হচ্ছে একাধহিক নিয়ম, বদলাচ্ছে যুগ, বদলাচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিরাট পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক বোর্ড। এবার থেকে অফলাইনে আবেদন করার দিন শেষ। অযথা সময় ব্যায় করে আর অফলাইনের অপেক্ষায় বসে থাকতে হবে না। অনলাইনেই ডুপ্লিকেট নথি হাতের মুঠোয় পেয়ে যাবেন পড়ুয়ারা।
“অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করা হল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের তরফে। এই মর্মে নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক বোর্ড। এর মাধ্যমেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, ভর্তি, মার্কশিট এবং সার্টিফিকেট সংশোধন করাও যাবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের দেওয়া সেই নোটিশে বলা হয়েছে, কাউন্সিল 01 সেপ্টেম্বর, একটি “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু হবে। এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন ইত্যাদি পাওয়া যাবে।