সম্প্রতি গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, উঠেছে একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে। চোখের চিকিৎসার জন্য গত ২৬ শে জুলাই সস্ত্রীক বিদেশ পাড়ি দিয়েছিলেন অভিষেক।
এরপর গত রবিবার টানা ২৫ দিন পর কলকাতায় পৌঁছন নেতা। চোখের চিকিৎসার প্রথমে দুবাইয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে গিয়েছিলেন আমেরিকা হয়ে দেশে ফেরেন। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷
অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷ দেশে ফিরলেও এরই মধ্যে জানা যাচ্ছে ফের মাস ছয়েকের মধ্যে অভিষেককে চোখের পরীক্ষার জন্য আমেরিকায় যেতে হতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের, এরপরই শুরু হয় চিকিৎসা।