আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে শনিবার বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চা বাগানের বাসিন্দারা। এদিন বাগানের ৯ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখে বনদপ্তরকে খবর দেন স্থানীয়রা। এরপর নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সেটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে উল্লেখ্য এবছর এখনও পর্যন্ত আটিয়াবাড়ি চা বাগান থেকে দুটি চিতাবাঘ খাচাবন্দি হল।