সরকারের তরফে নয়া ঘোষণায় বড়সড় স্বস্তি পেল মহানগরীর মানুষ, খারিজ হল পুরসভার আবেদন। ঘোষণা অনুযায়ী বজায় রইল পুরোনো নিয়মই। সম্প্রতি কিছুদিন আগেই গোটা মহানগরীতে পার্কিং ফি বৃদ্ধি করার প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু এই সিদ্ধান্তে রাজি হয়নি নবান্ন। তারপরে মে মাসে কলকাতা পুরসভার পক্ষ থেকে নবান্নে ভারতের কয়েকটি শহরের পার্কিং ফির রূপরেখা পাঠানো হয়।
তবে কলকাতা পুরসভাকে নবান্নর পক্ষ থেকে জানাল হল কলকাতায় গাড়ি পার্কিং ফি বৃদ্ধি করা যাবে না, পার্কিং ফি পুরানো হাড়েই প্রযোজ্য হবে। অন্যদিকে কলকাতা পুরসভা একটি ই টেন্ডার তৈরি করেছে পার্কিং বে পরিচালনার জন্য অধিকার বরাদ্দ করার জন্য।
গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা এবং টু-হুইলারের জন্য ৫ টাকা পার্কিং ফি বিদ্যমান সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত। গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ৩০ টাকা এবং টু-হুইলারের জন্য ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি প্রযোজ্য হয় রাত দশটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত।