বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি। খড় সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখিগুলো তৈরি করছেন একটি বেসরকারি সংস্থার সাতজন সদস্য।
আর কিছুদিন পরই শুরু হবে রাখি বন্ধন উৎসব। উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এর আগে দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত জলপাইগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা। কমলা মণ্ডল ও মহাদেব দত্ত সহ সাতজন মিলে কাজ করে রাখিগুলো তৈরি করছেন। এমনিতে সারা বছর ধরে ধূপকাঠি তৈরি, মাশরুম চাষ সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ করেন এই শিল্পীরা। এবার সামান্য কিছু রোজগারের আশায় রাখি তৈরিতে মন দিয়েছেন তারা। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী তারা।
সংস্থার সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, খড় সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই রাখিগুলো দেখতে বেশ আকর্ষণীয়। যারা তৈরি করছে তাদের সকলেই শারীরিক প্রতিবন্ধী। অর্ডার অনুযায়ী জলপাইগুড়ির পাশাপাশি রাজস্থান, কলকাতা সহ বিভিন্ন শহরে যাবে এই রাখিগুলো। তিনি আরও জানান, তাদের তৈরি এই রাখির মূল্য পাঁচ টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত।