রাজ্যজুড়ে চলছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি ঠেকাতে দিনহাটা পুরসভা এলাকায় বিশেষ অভিযান দিনহাটা পৌরসভার। দিনহাটা পৌরসভার পক্ষ থেকে আজ দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযানে নামে পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাফাই কর্মীদের বিশেষ টিম নামিয়ে নোংরা আবর্জনায় জমে থাকা ড্রেনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াও স্প্রে করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, পুরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থনাথ সরকার, পুরসভার আধিকারিক অসিত বল সহ প্রমূখ।
ডেঙ্গি রোগ মোকাবিলায় নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো কর্তৃপক্ষ। নোংরা আবর্জনা জমে কার্যত বেহাল হয়ে থাকা ড্রেনগুলি এদিন কর্মীরা পরিষ্কার করে। পর্যায়ক্রমে এই সাফাই অভিযান চলবে বলে পুর কর্তৃপক্ষ জানান।
পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী জানান, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুর কর্তৃপক্ষ সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন শহরের ৯ ওয়ার্ডে ড্রেনগুলি পরিষ্কারের পাশাপাশি যেসব ড্রেনে জল জমে থাকছে সেখানে নিয়ম মেনে স্প্রে করা ছাড়াও সেই জমা জল নামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।