মাস যেতে না যেতেই আবারো খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে নাগরাকাটা ভগৎপুর চা বাগানে। সেখানকার ৮ নম্বর সেকশনে আগে থেকেই পেতে রাখা খাঁচায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ ছাগলের টোপে খাঁচা বন্দী হয়। এর আগে গত ২২শে জুলাই ওই বাগানটিরই ১৫ নম্বর সেকশন থেকে এরকমই একটি চিতাবাঘ ধরা পড়ে।
বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই বাগানের ওই এলাকায় একটি গরু চিতাবাঘ সাবাড় করে দেয়। তখনই ৮ নম্বর সেকশনে খাঁচা পাতার বন্দোবস্ত করে বাগান কর্তৃপক্ষ।
সহকারী ম্যানেজার অশোক ঝা বলেন, ৫ ও ১৯ নম্বর সেকশনেও চিতাবাঘের আনাগোণা টের পাওয়া যাচ্ছে। শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিন ভোরে চিতাবাঘ বন্দী হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শয়ে শয়ে স্থানীয় মানুষ সেখানে ভিড় জমাতে থাকেন। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসে এবং খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয়। তবে চিতা বাঘ বন্দী হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে স্বস্তি মিললেও আতঙ্ক কিন্তু কাটছে না শ্রমিকদের মধ্যে,কারণ বাগানে চিতা বাঘের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে বলে শ্রমিকদের দাবি।