ক্যাব ভাড়া করে রাতভর শহরে ঘুরে বেড়ানোর পর সকালে ক্যাব চালককে জানান উনার কাছে টাকা নেই। বাড়ি থেকে টাকা এলেই তিনি ভাড়া দিতে পারবেন। গুরগাঁওয়ের মিলেনিয়াম সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছ থেকে এক মহিলা একটি ক্যাব বুক করেছিলেন। এরপর রাতভর ক্যাব চেপেই ঘুরলেন ওই মহিলা। শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ক্যাবেই ঘুরে বেরিয়েছেন তিনি। পরের দিন বেলা ১১টার সময় ক্যাব চালক ভাড়া চাইলে তিনি ভাড়া দিতে অস্বীকার করেন। এরপরই ওই গাড়ি চালক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এরপর পুলিশ এসে ওই মহিলাকে ধরে থানায় নিয়ে যায়।
কোনো এক প্রতিবেদনে জানা গিয়েছে ক্যাব চালক ইরশাদ পুলিশকে জানিয়েছেন, রাত ১০টা নাগাদ তিনি গাড়ি নিয়ে মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এরপর এক মহিলা এসে গাড়িটি বুক করেন। কিন্তু তিনি কোনও জায়গার নাম বলেননি। এরপর ওই মহিলা সারা রাত ধরে চালককে নির্দেশ দেন শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরতে হবে। সেই মতো চালক সারারাত তেল পুড়িয়ে গাড়ি চালালেন। পরের দিন বেলা ১১টা নাগাদ ওই চালক মহিলার কাছ থেকে ভাড়া চাইলে তিনি ভাড়া দিতে অস্বীকার করেন। এরপরই তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। মহিলার বিরুদ্ধে থানায় নালিশ করেন ওই ক্যাব চালক।
এদিকে ওই মহিলা চালককে জানিয়েছিলেন বাড়ি থেকে টাকা এলেই তিনি দিতে পারবেন। এরপরই পুলিশের কাছে নালিশ করেন তিনি। কিন্তু ওই মহিলা কেন এমন অদ্ভূত কাণ্ড করলেন তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। মহিলার কথা মতো সারারাত গাড়ি চালিয়ে শহর দেখালেন চালক। আর পরের দিন টাকা চাইতে গেলেই ওই মহিলা মানি ব্যাগ খুলে দেখান তাঁর কাছে কোনও টাকা পয়সা নেই। সেকারণে তিনি দিতে পারবেন না। তবে বাড়ি থেকে টাকা দিলে তিনি দিয়ে দেবেন।