কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদ দিবসের জন্য

আজকের দিনের সমস্ত প্রস্তুতি শেষের পথে, মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হবে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। কয়েক হাজার লোকের জন্য ভিড় ও ট্রাফিক সামলাতে মোতায়েন থাকবে অতিরিক্ত ৫০০০ পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ৩১ জন অফিসার ও ৮ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার।

রাস্তায় নামবেন ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি টিম ও ৬টি কুইক রেসপন্স টিম। ১৮টি অ্যাম্বুল্যান্স ও ৪৮টি হেল্প ডেস্ক থাকবে। মোট ৪৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

মালদা এবং মুর্শিদাবাদের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। পঞ্চায়েত ভোট ও বিরোধী মহাজোটের পর নজর তৃণমূল সুপ্রিমো বার্তার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *