বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বর্তমানে জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই।
কুন্তলের অভিযোগের ভিত্তিতে জেলের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সিসিটিভি ফুটেজ দেখে সিবিআইয়ের তরফে রিপোর্ট জানায়, কুন্তল ঘোষকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ মেলেনি। এমনকী কোনও সূত্র পাননি তারা।
তবে সেই সিসিটিভি ফুটেজে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গোয়েন্দাদের পেশ করা রিপোর্টে প্রেসিডেন্সি জেলে কুন্তলের সেলের সামনে দুই সন্দেহভাজনের আনাগোনা দেখা গিয়েছে। এই দুজন সন্দেহভাজনদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে আদালতে জানিয়েছে সিবিআই।