চোপড়ার বিধায়ক কে মারধর করার অভিযোগে,চোপড়ায় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বরা জানান ইসলামপুর ব্লকের পঞ্চায়েত নির্বাচনের গণনা চলাকালীন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান খবর পান তার কন্যা নির্দল প্রার্থী আরজুনা বেগমের কাউন্টিং এজেন্টদের ভিতরে ঢুকতে দিচ্ছেন না পুলিশ, সেই সময় তিনি ঘটনাস্থলে গেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে ব্যাপক মারধর করে।প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে বিধায়ক কে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের পরিবার বিধায়ককে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান।এই ঘটনার প্রতিবাদে এদিন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান