বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। রাজ্য জুড়ে হিংসা, কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, কোথাও তো আবার ব্যালট বক্স চুরি করে দে দৌড়।

অন্যদিকে এবার ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

ওই ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ প্রশাসন। যদিও তারা বিধায়ককে নিরাপত্তা দিতে ব্যস্ত। অন্যদিকে বিধায়ককে দেখে লাগাতার ‘চোর, ‘চোর ‘স্লোগান দিয়ে চলেছে সাধারণ মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *