তেলের বদলে পেট্রোল পাম্প থেকে মিলছিল জল। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরের একটি পেট্রোল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে বিপাকে পড়েন মোটরবাইক আরোহী ও গাড়ি চালকরা।পেট্রোল পাম্পে এসে বিক্ষোভ দেখান তারা। সকাল থেকেই পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে রওনা হতেই মাঝ রাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির।তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় হইচই পড়ে যায় জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। অভিযোগ, ওই পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হচ্ছিল। স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকেই পেট্রোলের বদলে গ্রাহকদের জল দেওয়া হচ্ছিল। এমন ঘটনায় মাথায় হাত পড়ে মোটরবাইক মালিকদের। অনেকেই মোটরবাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। শহরের বিভিন্ন গ্যারেজেও ভিড় পড়ে যায়। গ্রাহকরা বলেন, পাহাড়পুর এলাকার ওই পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অভিযোগ পেয়ে পরীক্ষা করে দেখার পর পেট্রোলের সঙ্গে জল মিশে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। প্রচণ্ড বৃষ্টির জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি। ঘটনার পর সমস্ত গ্রাহকদের গাড়ির ট্যাঙ্ক থেকে জল বের করে নতুন করে পেট্রোল ভরে দেওয়া হয়