পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে ৫১টি গ্রাম পঞ্চায়েত ও ১০টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল।দার্জিলিংয়ে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানালো দল।উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা।দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। তবে এই পঞ্চায়েত নির্বাচনেও জয় শুরু হয়ে গেল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দলের।ইতিমধ্যে BGPM দল পাহাড়ে ৮৭৯টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫১টি আসনে জয়ী হয়েছে। যার মধ্যে ৪০টি দার্জিলিং জেলায় ও বাকি ১১টি কালিম্পং জেলায়।অন্যদিকে পাহাড়ে ২৩২টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং এ BGPM দলের কেন্দ্রীয় কমিটির কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানালো দল। এদিন সভাপতি তথা GTA এর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা জয়ীদের খাদা পড়িয়ে সংবর্ধনা জানান।