পঞ্চায়েত নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো জেলা মহিলা তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার সমাজপাড়া মোড়ে অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করেন তারা।কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, জিনিস পত্রের আকাশ ছোঁয়া দাম,একশো দিনের কাজ,আবাস যোজনা সহ বেশ কিছু দাবিতে ধর্না অবস্থান আন্দোলন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন।আবাস যোজনা,একশো দিনের কাজের টাকা সহ আরও বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ আনেন তারা। ধর্না প্রসঙ্গে জেলা তৃনমূল কংগ্রেসের নেত্রী নূরজাহান বেগম বলেন, এই ধর্না মঞ্চ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিরূদ্ধে আওয়াজ তুলছি।অপরদিকে ধর্না মঞ্চ করে আন্দোলনকে কটাক্ষ করে বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করে তৃণমুল নেতারা গাড়ি, বাড়ি করছে, টাকার হিসেবটা কি কালীঘাট দেবে।