রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে একই দিনে আদালতে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মন্ডল।
একদিকে খারিজ হয়ে গেল সুকন্যা মন্ডলের জামিনের আবেদন, অপরদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও সুকন্যা মন্ডলকে আপাতত থাকতে হবে দিল্লির তিহাড় জেলেই। সুকন্যার আইনজীবী বলেন, ইডির চার্জশিটে রয়েছে গরু পাচার মামলায় ধৃত বিএসএফের ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নামও। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি।
বাবা অনুব্রত মণ্ডল বলেই গ্রেফতার করা হয়েছে সুকন্যা মন্ডলকে। গত এক বছর ধরে চিকিৎসা চলছে সুকন্যা মন্ডলের। তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে জুন মাসে। অন্যদিকে, এদিন আদালতে ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডলও। জানা গিয়েছে পরবর্তী জামিনের দিন ৯ জুন ধার্য হয়েছে।