ভি ও এরিকসনের চার্জিং কনসলিডেশন প্রোগ্রাম সমাপ্ত

ভোডাফোন আইডিয়া লিমিটেডের জন্য সাফল্যের সঙ্গে ‘চার্জিং কনসলিডেশন প্রোগ্রাম’ সমাপ্ত করল এরিকসন। এর মাধ্যমে বর্তমানের তিনটি অনলাইন চার্জিং সলিউশন্স (ওসিএস) প্রতিস্থাপিত হল এরিকসন চার্জিং দ্বারা, ফলে এটিই হল ভারতের একমাত্র ‘সিঙ্গল ওসিএস সলিউশন’ এবং বিশ্বে এযাবৎকালের অন্যতম বৃহৎ ‘ইনস্টলেশন’। ‘ইন্টিগ্রেটেড ডেটা পলিসি আর্কিটেকচার’সহ এই ‘কনসলিডেটেড অনলাইন চার্জিং সলিউশন’ আরও দ্রুত প্রোডাক্ট লঞ্চ করতে পারবে এবং আরও ভাল ও নির্ভুলভাবে কাজ করতে সক্ষম হবে।

এবার ভি’র হাতে এলো এক ‘সিমপ্লিফায়েড প্রিপেড চার্জিং স্ট্যাক’, যার দ্বারা চার্জিং, ডেটা পলিসি, চার্জিং রুলস ফাংশন, কাস্টমার এক্সপিরিয়েন্স, লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, প্রোডাক্ট মডেলিং ও কনফিগারেশন, ফিচার্স ও ফাংশনে সমতা আনা সম্ভব হবে। এই প্রোজেক্টটি বিশ্বের ক্ষেত্রে প্রথম এবং এটি ৩০০ মিলিয়নেরও বেশি ভি গ্রাহকদের মাইগ্রেশন ও কনসলিডেশনে সক্ষমতা জোগাবে এরিকসন চার্জিং সিস্টেমে। এই কনসলিডেশন প্রোগ্রামে ‘মাইগ্রেটেড’ গ্রাহকসংখ্যার বিচারে এটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ ‘গ্লোবাল রেফারেন্স কেস’।

উল্লেখ্য, এরিকসন চার্জিং হল এক ‘স্কেলেবল, ফ্লেক্সিবল বিএসএস সলিউশন’ যার সঙ্গে রয়েছে ‘স্ট্রং ইউজার-এক্সপিরিয়েন্স ফোকাস অ্যান্ড ফিউচার-প্রুফ প্রোডাক্ট রোডম্যাপ’ যার দ্বারা ‘রিয়াল-টাইম কনভারজেন্ট চার্জিং, পলিসি কন্ট্রোল, ডিকাপলিং অ্যান্ড ফাস্ট সার্ভিস ক্রিয়েশন’ সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *