এনজেপির গুরুত্ব কমিয়ে ‘বন্দে ভারত’ পরিচালনার দায়িত্বে আলিপুরদুয়ার, আন্দোলনে সরব এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন। কাঠিহার ডিভিশন রক্ষনাবেক্ষন করলেও বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব পেয়েছে আলিপুরদুয়ার ডিভিশন। রেলের এমন সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে সরব হলো এন এফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এন জে পি শাখা। বন্দেভারতের পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার থেকে সরিয়ে এনজেপির দায়িত্বে দেওয়া হোক, এমন দাবি নিয়ে বৃহস্পতিবার এডিআরএম অফিসে ধর্না প্রদর্শন করা হয় মজদুর ইউনিয়নের পক্ষ থেকে।