বাড়তে থাকা বকেয়া নিয়ে বাড়ছে চিন্তা

জমতে থাকে বকেয়া নিয়ে বাড়ছে চিন্তা। বকেয়ার পরিমান বাড়তে বাড়তে প্রায় ১১০০ কোটি ছাড়িয়েছে। প্রাপ্য টাকা মিলবে কবে, প্রতিনিয়ত ঠিকাদার, অবসরপ্রাপ্তদের এই প্রশ্নে নাজেহাল পুরসভার আধিকারিকরা।

পুরসভা সূত্রে খবর, ঠিকাদারদের প্রায় দু বছরের টাকা বাকি। কর্মীদের বেতন ও পেনশন দিতে নাজেহাল অবস্থা। জানা গিয়েছে, গত বছর ঠিকাদাররা ১২০০ কোটিরও বেশি টাকা পেতেন। তারও আগের বছর ৪০০ কোটি টাকা দেনা মিটিয়েছে। এখনও বকেয়া প্রচুর। ২০২০-২১ সালের বকেয়া প্রায় ৪০ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বর্ষে বকেয়া ৫৫০ কোটি ও ২২-২৩ অর্থ বর্ষে বকেয়ার পরিমান ৫৩০ কোটি টাকা। দিন দিন লাগাতার দেনা বাড়তে থাকায় বর্তমানে বকেয়া ১১০০ কোটির গন্ডি ছাড়িয়েছে। যার ফলে অনেকের প্রাপ্ত গ্র্যাচুইটিও আটকে গিয়েছে। পেনশন সময়ে পেতেও সমস্যা দেখা দিচ্ছে।

এই নিয়ে এক পুর আধিকারিক জানান, জায়গা বাড়ায় তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে খরচও। স্বাভাবিক ভাবে চলতে হলে মাসে ১০০ কোটি টাকা আয় দরকার। অর্থ বর্ষের শেষের কয়েকটা মাসে সেই সেই আয় পৌরনিগমের হাতে আসে। সব মিলিয়ে চিন্তায় ভাঁজ চওড়া হয়েছে পৌরনিগমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *