আবহাওয়া দফতরের তরফে ঘূর্ণিঝড়ের পূর্বাভাষ

শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, মে মাসে ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় পুঞ্জিভূত হবে আগামী কয়েকদিনের মধ্যেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী শনিবার। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পর সেটি নিম্নচাপের আকার নেবে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম রাখা হবে মোকা। ঘূর্ণিঝড়ের এই নামকরণ করেছে ইয়েমেন। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে।

সেই নিয়ম অনুযায়ী এবার ঘূর্ণিঝড় নামকরণ করার পালা ইয়েমেনের। কফির সুবাসের সাথে জড়িত এই মোকা নামটি। লোহিত সাগরের উপকূলে প্রাচীন বন্দর শহর Mokha-র নামেই সম্ভবত এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে। বিখ্যাত ইয়েমিনি কফি সারা বিশ্বে রপ্তানি করা হয় এই বন্দর থেকে। গত ২০০ বছর ধরে কফি জগতে এই দেশ প্রসিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *