এবার কলকাতা পুরসভার নিয়োগও দুর্নীতির অভিযোগ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে এবার কলকাতা পুরসভার নিয়োগ দুর্নীতির হদিশ দিলেন বিজেপি নেতা।

বিজেপি নেতা সজল ঘোষ নিজের ফেসবুল অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘কলকাতা কর্পোরেশনের একটি বিশেষ বিভাগে ১৪৮ জন কর্মীর চাকরি হয়েছে যাদের মধ্যে ১১৮ জন নদীয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, ২৪ জন চেতলা বা ববি হাকিমের পাড়া থেকে আর বাকি ৬ জন ভদ্রেশ্বর বা বৈদ্যবাটি স্টেশন অঞ্চল থেকে।’ কিছুদিন আগেই পুরসভার বালতি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন সজল ঘোষ।

পোস্টে তিনি লেখেন, ‘আশা করি কলকাতার মানুষ আপনারা দুটি করে গুজরাটি বালতি পেয়েছেন, আমি বালতির সাথে একটা বিল‌ও পেয়েছি, একেকটি বালতির মূল্য মাত্র ১১৩ টাকা দাম শোনার পর দয়া করে এর ব্যবহার বন্ধ করে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে তুলে রাখবেন না।’ শেয়ার করার সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একাধিক মানুষ ওই পোস্টে কমেন্ট করেও নিজেদের মতামত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *