বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ন্যায্য বিচারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। এরই মধ্যে এবার ডিএ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
হাই কোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে হবে। চলতি মাসের ১৭ তারিখ রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনের তিনজন সদস্য মহার্ঘ ভাতা নিয়ে আলোচনায় বসবেন।
শুধু তাই নয়, সরকার ও সরকারি কর্মীদের সেই আলোচনায় যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়, সে দিকে নজর রাখার নির্দেশও ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ নিয়েই আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা। জানা গিয়েছে, মোট ৫০০ ডিএ আন্দোলনকারী রাজধানী যাচ্ছেন। আগামী ১১ এপ্রিল সেই মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। তবে এরই মধ্যে সরকার-সরকারি কর্মীদের বৈঠকে বসার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।