উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রশাসন সূত্রের খবর, বুধবার সকালে রাজ্যপাল হাসিমারায় পৌঁছান। এরপর সেখান থেকে সড়কপথে তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন।
কয়েকদিন আগেই দার্জিলিংয়ে এসেছিলেন রাজ্যপাল। কিন্তু রিষড়ায় অশান্তির জেরে কলকাতায় ফিরে গিয়েছিলেন তিনি। রাজ্যপাল আদৌ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা, তা নিয়ে মঙ্গলবার দিনভর চর্চা চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এদিন নির্ধারিত সময়েই রাজ্যপাল তথা আচার্য কোচবিহারে আসেন ও অনুষ্ঠানে যোগ দেন। এতে পড়ুয়াদের পাশাপাশি খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। চার বছর মিলিয়ে এদিন প্রায় ৭৫০ জন পড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৩১ জনকে স্বর্ণপদক এবং ৪ জনকে পুরস্কার দেওয়া হয় বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।