শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত

বিগত বেশ কিছুদিন ধরে বারংবার পাকিস্তানের আর্থিক সংকট নিয়ে উঠেছে কথা। খাদ্য শস্য নিয়ে চলছে হানাহানি। লোন দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। এর পাশাপাশি পাকিস্তানের মতো অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কাও। এ বিষয়ে ভারতের সাহায্য চাইল তারা। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ভারতের সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। সেই ডাকে সারা দিয়েছে ভারত।

রাষ্ট্রপতির শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতের একটি প্রতিনিধি দল। বিক্রমাসিংহে মূলত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ডিজিটাল প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চেয়েছিলেন। জানা গিয়েছে, ভারতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বিক্রমাসিংহে শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়নের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি জানান। বৈঠকে সুশাসন, ডিজিটালাইজেশন, নতুন প্রতিষ্ঠানের উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও তিনি দক্ষ, কার্যকর এবং প্রযুক্তি-চালিত জনসেবা প্রদান নিশ্চিত করার পাশাপাশি সুশাসনের উপর জোর দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেছেন। ভারতীয় প্রতিনিধিদল স্বচ্ছতা, সমতা, অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতা প্রচারে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক প্রভাবের উপর জোর দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *