ঘোকসাডাঙ্গা ছোট শিমুলকুড়ি এলাকায় বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন। আহতরা ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রের খবর, আজ সকালে ঘোকসাডাঙ্গা ছোট শিমুল বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়। বাইসন এর হামলায় ইতিমধ্যে তিনজন আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত পৌঁছায়নি বনদপ্তরের কর্মীরা। ভুট্টা ক্ষেতের মধ্যে আশ্রয় নিয়েছে বাইসন। মাঝেমধ্যে বেরিয়ে এসে হামলা চালাচ্ছে স্থানীয় বাসিন্দাদের উপর। ভুট্টা ক্ষেতের মধ্যে কয়টি বাইসন রয়েছে সেটিও পরিষ্কারভাবে বুঝতে পারছে না স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। বর্তমানে আহত তিনজনের ঘোকসাডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে বলে জানা গেছে।