মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ অর্থাৎ ১লা এপ্রিল থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ২০ই এপ্রিল পর্যন্ত। শনিবার সকাল থেকেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসেছে দুয়ারে সরকার প্রকল্প। সকাল থেকেই বিভিন্ন বুথে জনগণের ভিড় দেখা যাচ্ছে, সঙ্গে চলছে সংস্কৃতিক অনুষ্ঠান। এবারই প্রথমবার বুথে বুথে ক্যাম্প হবে। মোট ৩৩টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা।এবারই প্রথমবার মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা ভাতা দেওয়া হবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। মেধাশ্রী প্রকল্পের আবেদন অনলাইনেই করা যাচ্ছে। তবে কেউ চাইলেই দুয়ারে সরকার শিবিরে আবেদন করতে পারবেন।