শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল।তবে তার জন্য সেখান থেকে সরে যেতে হবে সেখানে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের। সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হলো ব্যবসায়ী সমিতি।বুধবার দুপুরে রেলের পক্ষ থেকে ওই এলাকায় সমীক্ষার কাজ শুরু করা হয়। সেই সময় ওই এলাকার ব্যবসায়ের পুনর্বাসনের দাবি তুলে ওই এলাকায় যান বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র , সম্পাদক বিপ্লব রায় মুহুরী, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা।
এদিন রেলকর্তাদের সাথে পুরো এলাকা তারাও ঘুরে দেখেন।তাদের দাবি ব্যবসায়ীদের অনৈতিকভাবে উচ্ছেদ করা যাবে না। যদি তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তাদের পুনর্বাসন দিতে হবে।ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তবেই কোন সিদ্ধান্ত নেবে রেল এমনটাই দাবি তোলেন তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিমল মিত্র বলেন, বহু বছর ধরে এখানে এই ব্যবসায়ীরা ব্যবসা করছেন ফলে অস্থায়ীভাবে এখানে যারা ব্যবসা করছেন তাদেরকে কোনভাবেই অনৈতিকভাবে উচ্ছেদ করা যাবে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে এই কাজে ব্যবসায়ীদের কোন সমস্যা নেই।
অন্যদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের IRSEE কমল সিং বলেন, আপাতত পার্কিং তৈরি করার জন্য জায়গা দেখা হচ্ছে। সকলের সঙ্গে আলোচনা করেই এই কাজ শুরু করা হবে।