শিলিগুড়ি জংশনের ডি এম ইউ শেডের কাছে খাঁচাবন্দি হলো চিতা বাঘ। সোমবার সকালে চিতা বাঘ খাঁচাবন্দি হতেই এলাকার মানুষের ভিড় জমে যায় চিতাবাঘ দেখতে। গত ১৯ তারিখে স্থানীয় রেল কর্মীরাই শিলিগুড়ি জংশনের ডি এম ইউ সেডের জঙ্গলে চিতাবাঘ দেখতে পায়। এরপরই বনদপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেদিনই বাঘের খোঁজে তল্লাশি চালালে দেখা মেলেনি চিতা বাঘের। পরে বনদপ্তর এর বনকর্মীরা চিতাবাঘ ধরতে ওই এলাকায় খাঁচা পেতে ছিল। আজ সকালে খাঁচাবন্দী হয় চিতাবাঘ।সোমবার সকালে বনদপ্তরের টিম পৌঁছে খাঁচা বন্দি চিতা বাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়।