সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কের কালিবাড়ি এলাকায়। এদিন মানসাই ব্রিজ সংলগ্ন কালিবাড়ি এলাকায় মাল বোঝাই একটি ট্রাক এবং দিনহাটা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রী বোঝাই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় গুরুতর জখম হন বাস চালকসহ প্রায় ২০ জন। এদিন প্রায় সকাল ৬:৪৫মিনিট নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। এলাকাবাসীরা এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন।
কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন
