তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডের তদন্ত চলার মাঝেই, সিবিআই হেফাজতে মৃত্যু হয় ভাদু শেখ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের৷ এই মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ লালন শেখের মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট খুশি নন বিচারপতি জয় সেনগুপ্ত। দিল্লি এইমস এবং এসএসকেএম-এ পাঠাতে হবে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট, এমন নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখে তাঁদের মত জানাবেন আদালতকে।
ওদিকে আদালত জানিয়েছে, সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ করা যাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে সিবিআইয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশকে জানাতে হবে। এই মামলায় হলফনামা জমা দিয়েছেন লালন শেখের স্ত্রীর। সেই হলফনামার ভিত্তিতেই আবার হলফনামা দেবে সিবিআই। তার আবার পাল্টা হলফনামা দেবে রাজ্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জানুয়ারি।
আদালতের আগের নির্দেশ ছিল, রাজ্যের জমা দেওয়া কেস ডাইনির ভিত্তিতে সিবিআইয়ের কী বক্তব্য তা হলফনামা দিয়ে জানাবে তারা। রাজ্যের তরফে জানান হয়, অভিযোগকারীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে লালন শেখের গলায় ও কিছু জায়গায় শুধু আঘাত আছে বলে হিংসা হয়েছে এমন কেন বলা হচ্ছে এই প্রশ্নের উত্তর জানতে চাওয়ায় রাজ্যের আইনজীবী জানান, প্রমাণ মিলেছে এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে।