গত বছর উদ্বোধন করা হয়েছিল দেশের তরফে। এরপর অগ্নি-৫-এর কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর সফল পরীক্ষা করল ভারত। ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে পৃথ্বী-২-এর সফল পরীক্ষা করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পৃথ্বী-২ হল একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ জানুয়ারি মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে সফল ভাবে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছে।’’ পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ-ও বলা হয়েছে যে, “পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির এক অবিচ্ছেদ্য অংশ।’’
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুর উপর নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম পৃথ্বী-২৷ প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূল থেকে ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফলভাবে পরীক্ষা করা হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম৷ এই ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার পাল্লা বিশিষ্ট। নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫।