অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ।গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ। এই ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়ানো হচ্ছে। কিন্তু ড্রেজিং এর ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা। যায় জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা। বর্তমানে সারাদিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা। ভেসেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে পরিকাঠামো তৈরীর পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ। ৫টি ড্রেজার দিয়ে চলছে পলি তোলা। এই পলি তোলার ফলে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বিঘ্নিত হতে শুরু করেছে। এখন দিনে জোয়ারের সময় মাত্র ঘন্টা চারেক ভেসেল চালানো সম্ভব বলে জানিয়েছেন ভূ-তল পরিবহন নিগমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা।